%%sitename%%

এক নজরে

অযোধ্যা পৌঁছে আগে হানুমন গারহি যাবেন মোদী

By admin

August 03, 2020

কলকাতা ব্যুরো : অযোধ্যায় এখন এলাহী আয়োজন। অগষ্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাউন্টডাউন শুরু হয়ে গেছে এখন থেকেই। চারিদিকে আলোর রোশনাই। এলাহী আয়োজন। এযেন অকাল দীপাবলি। কিন্তু অযোধ্যা পৌঁছেই প্রথমেই মোদী যাবেন হনুমান গারহি। সেখানে তাঁকে সঙ্গ দেওয়ার কথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। হনুমান গারহি হনুমানের মন্দির। উত্তরপ্রদেশের মানুষের কাছে খুবই পবিত্র। সেখানে বিশেষ পুজোর ব্যাবস্থা করা হচ্ছে। সেই পূজো শেষ করে তবে মোদী যাবেন রামমন্দিরের ভূমি পূজনে অংশ নিতে।

কিন্তু কেনো আগে হনুমান গারহি ? সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভগবান হনুমান ছাড়া রামের কোনও কাজ শুরু হয় না। পুরোহিত মধুবন দাস জানালেন , ” হনুমান বিনা রাম কা কই কাম নাহি ।” আর এখানেই হনুমান গাড়হির বৈশিষ্ট্য। হনুমান গাড়হির ধর্মীয় অনুঠানের জন্য সাত মিনিট বরাদ্দ আছে। প্রধানমন্ত্রী ঢোকার সঙ্গে সঙ্গে বৈদিক মন্ত্র উচ্চারণ করে তাঁকে স্বাগত জানাতে জানাতে তাঁকে মন্দিরে নিয়ে যাবেন সাত জন পুরোহিত।এদিকে পিএমও থেকে পুরোহিতদের স্পষ্ট নির্দেশ,মোদী যখন হনুমান গারহি ঢুকবেন তখন তাঁকে কেউ ছুঁতে পারবেন না। কোনরকম প্রসাদ বিলিও করা যাবে না।