%%sitename%%

এক নজরে

সেনাবাহিনী নিয়ে সিনেমা-সিরিজ?

By admin

August 01, 2020

কলকাতা ব্যুরো : সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের রিজিওনাল অফিসার শ্রীকুমার প্রসাদ কে আজ ভারত সরকারের সেক্রেটারি সুদর্শন কুমার একটি চিঠি তে জানিয়েছেন XXX আন্সেনসরড, সিজন-২ নামক এক ওয়েব সিরিজে ভারতীয় সেনাবাহিনীকে দর্শকদের চোখে খাটো করে দেখানো হয়েছে। তাই ভারত সরকারের পক্ষ থেকে এই ছবির প্রযোজকদের ভবিষ্যতে সেনাবাহিনী নিয়ে কোনো ছবি করার আগে ভারত সরকারের সামরিক বিভাগ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া জরুরি বলে মনে করছে ভারত সরকার।

উল্লেখ্য, XXX আনসেন্সরড ওয়েব সিরিজটি altbalaji.com এ কিছুদিন আগে মুক্তি পায়। এর আগে অবশ্য XXX আনসেন্সরড সিজন-১মুক্তি পেয়েছিল। বিজ্ঞাপনে এটিকে একটি ইরোটিক মুভি বলেও বর্ণনা করা হয়। অনেক দর্শকই ইতিমধ্যেই এই ছবি দেখে ফেলেছেন। কিন্তু ছবিতে দেশের জন্য লড়াই করে প্রাণ দেওয়া সৈন্যদের খাটো করে দেখানো হওয়ায় তেরেফুরে উঠে চিঠি দিল ভারত সরকার। ওয়েব সিরিজে প্রোডিউসারদের সাবধান করে দিল। একই সঙ্গে ভবিষ্যতে সেনাবাহিনীকে নিয়ে যাতে এই ধরনের ছবি না করা হয় কেন্দ্র তাও ঠারেঠোরে বুঝিয়ে দিল ভারতের সমস্ত পরিচালক ও প্রযোজকদের। আগে উড়ি, বর্ডার এর মত অনেক ভালো ছবি দেখেছেন দর্শকরা। কিন্তু সেনাবাহিনী কে নিয়ে কেউ এই ধরনের ইরোটিক রোমান্স করেননি। দেশের বেশ কিছু জায়গায় XXX আনসেন্সরড নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে।