নাম ভূমিকায় বিদ্যা বালান
কলকাতা ব্যুরো : লেখক ও গনিতজ্ঞ শকুন্তলা দেবীকে নিয়ে বায়োপিক প্রাইম ভিডিওতে ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে। বায়োপিকটির নাম ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা বালান।
শকুন্তলা দেবীর জন্ম ৪ নভেম্বর , ১৯২৯। তার গণন ক্ষমতার জন্য তাকে ডাকা হত হিউম্যান কম্পিউটার নামে। তার গনন ক্ষমতার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ ১৯৮২ সালে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। লেখক হিসাবেও তার পরিচিতি ছিল। তার উপন্যাস, গণিত ও জ্যোতির্বিজ্ঞানের ওপর বই আছে ।
বিদ্যা বালান এই ছবিটি সম্পর্কে তার অভিজ্ঞতা এবং আনন্দের কথা সোশ্যাল মিডিয়া তে জানিয়েছেন। তিনি জানান, শকুন্তলা দেবীকে তিনি শুধু একজন গণিতজ্ঞ হিসেবে জানতেন। কিন্তু ভদ্রমহিলা এত যে মজার মানুষ ছিলেন এবং তার মধ্যে এত যে জীবনীশক্তি ছিল তা তার অজানাই থাকত যদি এই ছবিটিতে কাজ না করতেন। বিদ্যার সঙ্গে ছবিতে আছেন যীশু । পরিচালক অনু মেনন। অনু জানান, বিদ্যা বালন ছাড়া শকুন্তলার চরিত্রে আর কারোকে তিনি কল্পনাই করতে পারেন নি।