এক নজরে

আসানসোলের রবীন্দ্র ভবনে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

By admin

August 09, 2022

কলকাতা ব্যুরো: মঙ্গলবার মহাসমারোহে আসানসোলের রবীন্দ্র ভবনে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। এদিন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় সাত হাজার আদিবাসী এই সমারোহে যোগ দেন।

আদিবাসীদের উন্নয়ন সহ একাধিক সমস্যা নিয়ে এদিন আদিবাসী নেতারা আলোচনা করেন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগ, আসানসোলে আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য হোস্টল, কালিপাহাড়ি অঞ্চলকে আদিবাসী সংরক্ষিত অঞ্চল ও আদিবাসীদের জঙ্গল জমির অধিকারকে আরও সুরক্ষিত করার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে সাঁওতালি ভাষায় বক্তব্য রাখেন সংবিধান প্রনেতা অধ্যাপক শ্রীপতি টুডু, সূর্য্য সিং বেসরা, মতিলাল ও হীরালাল সোরেন। এদিন জেলার প্রায় ২০০ জন আদিবাসী সফল ছাত্র ও ছাত্রীকে সন্মান প্রদান করা হয়।

১৯৮২ সালে ৯ আগস্ট জেনেভায় জাতিসংঘের বৈঠকের পর আদিবাসী দিবস নিয়ে কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ নির্ধারণ করে প্রতি বছরের ৯ আগস্টই হবে আন্তর্জাতিক আদিবাসী দিবস।