কলকাতা ব্যুরো: ফের খবরে জলপাইগুড়ি। ময়নাগুড়িকে এক মহিলাকে খুনের অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক থাকায় তার স্ত্রীকে খুন করেছেন প্রদীপ বিশ্বাস। তার ভিত্তিতেই ওই ব্যক্তিকে গণধোলাই শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ এসে অবশ্য ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।