এক নজরে

#KolkataMetro : মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা, ব্যাহত পরিষেবা

By admin

July 11, 2022

কলকাতা ব্যুরো: ভরদুপুরে ফের মেট্রোয় (Kolkata Metro) বিপত্তি। দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোর (Kolkata Metro) সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মহিলা। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে গিরিশ পার্ক স্টেশনে। ঘটনার জেরে গিরিশ পার্কেই ফাঁকা করে দেওয়া হয় মেট্রোটি, আংশিকভাবে ব্যহত হয় পরিষেবা। দুপুর ১টা ৪০ মিনিটের পর পরিষেবা ফের স্বাভাবিক হয়৷

জানা গিয়েছে, গিরিশ পার্কে ইতস্তত ঘোরাফেরা করছিলেন ওই মহিলা। ১২ টা বেজে ৩৫ মিনিট নাগাদ কবি সুভাষগামী মেট্রো (Kolkata Metro) গিরিশ পার্কে ঢুকতেই দ্রুত গতিতে এগিয়ে যান ওই মহিলা। প্লাটফর্মে কর্তব্যরত আরপিএফ-রা মহিলাকে বাঁচাতে ছুটে যান। এদিকে মেট্রোর চালক ব্রেকও কষেন কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। নিমেষে লাইনে ঝাঁপ দেন ওই মহিলা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একেবারে মেট্রোর (Kolkata Metro) নিচে ঢুকে যান মহিলা। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রোটিকে। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ মেট্রো (Kolkata Metro) পরিষেবা। তবে কবি সুভাষ-দমদম ও শোভাবাজার-দমদম মেট্রো পরিষেবা স্বাভাবিক।
পুলিশ ও মেট্রো সূত্রে জানানো হয়েছে, এক মহিলা লাইনে ঝাঁপ দিয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মহিলার দেহ উদ্ধারের কাজ চলছে। এই দুর্ঘটনার জেরে আংশিকভাবে থমকে গিয়েছে মেট্রো (Kolkata Metro) পরিষেবা।

তবে মৃত মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে আত্মঘাতী হলেন ওই মহিলা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।