আবহাওয়া

বৃষ্টি কমলেই রবিবার থেকে ঠান্ডা শহরে

By admin

November 21, 2020

কলকাতা ব্যুরো: অনেকদিন পর রাত থেকে ঝমঝম বৃষ্টি কলকাতা শহর জুড়ে। শনিবার সকালে থেমে থেমে মুষলধারায় বৃষ্টি হলো কলকাতা ও শহরতলীতে। শনিবার সারাদিন আকাশ মেঘলা থাকলেও, রবিবার থেকেই পারদ নামছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধ, বৃহস্পতিবার এর মধ্যে পারদ কমবে তিন থেকে ৫ ডিগ্রি। ফলে আগামী সপ্তাহেই মোটের উপরে ঠান্ডা পড়ছে রাজ্যে।

রাজ্যের জেলাগুলিতে ইতিমধ্যেই ঠান্ডা মালুম হচ্ছিল। কিন্তু কলকাতা ও আশপাশে তেমনভাবে এখনো ঠান্ডা নেই। কিন্তু শুক্রবার গভীর রাত থেকে শুরু হলো ঝড় বৃষ্টি। শনিবার সকালেও তা অব্যাহত। আবহাওয়া দপ্তরের আধিকারিকরা বলছেন, রবিবার রোদ উঠলেই পারদ নামবে। ফলে শীতের অনুভূতি রবিবার থেকে পাবে কলকাতা। আর যত দিন যাবে ততই নামতে থাকবে পারদ। তবে একটানা এই ঠান্ডা থাকবে কিনা এখনো স্পষ্ট নয়।