আবহাওয়া

শীত এবার আগেই, জানান দিল আবহাওয়া দপ্তর

By admin

October 07, 2020

কলকাতা ব্যুরো: অনুপমের লেখায় লগ্নজিতার গানে এ বঙ্গে বসন্ত আসার জানান দিয়েছিল। আর আবহাওয়া দপ্তর জানান দিচ্ছে, এবার শীত আসবে একটু আগেই। দক্ষিণ এশিয়া ক্লাইমেট আউটলুক ফোরাম এর পর্যবেক্ষণ অনুযায়ী, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসকে বলা হয় শীত আসার সময়। কিন্ত জানুয়ারি-ফেব্রুয়ারিকে বলা হয় শীতকাল।এবার শীত কতটা জাকিয়ে পড়বে, সে ব্যাপারে অবশ্য এখনই কোন পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া দপ্তর। কিন্তু চন্ডিগড় এর আবহাওয়া অফিস জানাচ্ছে, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে একটি বিষয় নিশ্চিত, শীত এবার এগিয়ে আসছে। যদিও এবার সেপ্টেম্বরে বেশ কিছু জায়গায় বৃষ্টি কম হয়েছে। কিন্তু আগস্ট ভালো বৃষ্টির ফলে, মাটিতে জল আছে। সে কারণেই এবার তাপমাত্রা শীতে নামবে বলেই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়া কর্তারা।যে সাইবেরিয়ান বাতাসের গতি প্রকৃতির উপর শীতের তীক্ষ্ণতা নির্ভর করে, এখন থেকেই সে ব্যাপারে অবশ্য কোন পূর্বাভাস দিতে পারছেন না আবহবিদরা। নভেম্বর নাগাদ, অথবা ডিসেম্বরের শুরুতে, সাইবেরিয়া থেকে বাতাস ওঠার পরে এ বিষয়টা আরো স্পষ্ট হবে বলে জানাচ্ছেন আবহবিদরা। কিন্তু তারা নিশ্চিত করেছেন, এবার জানুয়ারি, ফেব্রুয়ারি বেশ ঠান্ডা থাকবে।ফলে করোনা আবহে যাঁদের ডিসেম্বরেও বেরোতে ভয়, তারা এবার ফেব্রুয়ারীতে বেরিয়ে পড়তে পারেন ট্যু রে। অবশ্যই সোশ্যাল ডিসটেন্স মেনে।