এক নজরে

সংক্রমণ ঠেকাতে আরও কয়েক মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ হু এর

By admin

October 24, 2020

কলকাতা ব্যুরো: করোনা সংক্রমণ নিয়ে আবার ভয়ের কথা শোনালো ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। কিছু দেশ ভয়ঙ্কর জায়গায় রয়েছে, করোনার বাড়বাড়ন্ত নিয়ে এই কথাই বললেন হু ডিরেক্টর জেনারেল টেদ্রস অধানম ঘেব্রেয়েসাস।তিনি বলেন, আগামী কয়েক মাস খুব কঠিন সময়ে যাবে। এবং কিছু দেশ সংক্রমণে ভয়ঙ্কর জায়গায় রয়েছে। তাই আমরা আবেদন করছি, দ্রুত পদক্ষেপ করুন করোনাকে নিরস্ত করতে, এবং অপ্রয়োজনীয় মৃত্যুকে ঠেকাতে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি প্রয়োগের ব্যবস্থা করুন। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখুন।হু ডিররেক্টর এই বক্তব্যের পর এখন কে কি পদক্ষেপ নিচ্ছে সেটাই দেখার। হুয়ের আরও দাবি, এই বিষয়টি ফেব্রুয়ারি মাসেই তারা জানিয়েছিলেন, কিন্তু আজ আবার এ ব্যাপারে সতর্ক করা হলো।কিছু দেশে প্রবলভাবে সংক্রমণ ছড়াচ্ছে। রোগীদের হাসপাতাল এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখার ব্যবস্থা করতে হবে। এটা সবে অক্টোবর মাস। ফলে আগামী কিছুদিন বেশ কিছু দেশে সংক্রমণ ঠেকাতে ও আবার লকডাউন এ যাওয়া আটকাতে এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছে হু।