এক নজরে

চিন্তা বাড়ালো উত্তর ২৪ পরগনা

By admin

August 21, 2020

কলকাতা ব্যুরো: সংক্রমণ আর সংক্রমণ মুক্তের প্রায় সমান সমান। কোন কোন জেলায় করোনা মুক্তের সংখ্যা আক্রান্তের চেয়ে বেশি।রাজ্যে করোনা মুক্তের হার শুক্রবার এক লক্ষ ছাড়ালো। সুস্থতার হার আজ প্রায় ৭৭। অথচ সংক্রমণে আজকেও রেকর্ড গড়ল বাংলা। একদিনে আক্রান্ত হলেন ৩,২৪৫ জন। এই একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩,০৮২ জন।কলকাতা ও লাগোয়া কয়েকটা জেলার পরিসংখ্যান আরও আশাপ্রদ। কলকাতায় এই ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬২, আর সুস্থ হয়েছেন অনেকটা বেশি ৫৬৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ২১০, সুস্থ ২৫৭। হাওড়ায় আক্রান্ত ১৬৩, সুস্থ ২০১। দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর সহ আরও কিছু জেলায় এই প্রবণতা আছে। ব্যতিক্রম উত্তর ২৪ পরগনা। এই জেলা আজ সংক্রমণে কলকাতাকেও ছাপিয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৭৬৪, সুস্থ হয়েছেন অনেক কম ৫৫৬ জন।তবে মৃত্যুতে কলকাতা আবার অনেক ওপরে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতারই ২২ জন। উত্তর ২৪ পরগনার আছেন ১০ জন। দক্ষিণ ২৪ পরগনায় আজ হঠাৎ মৃত্যু বেড়ে ৮ হয়ে গিয়েছে। রাজ্যে আজ পর্যন্ত করোনার বলি হলেন ২৬৮৯ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা আজ পর্যন্ত ১,৩৪,৩৬৪ জন। মোট সুস্থের সংখ্যা লক্ষ ছাড়িয়ে হল ১,০১,৮৭১। সুস্থতার হার ৭৬.৯৬।আজ সংক্রমণ মুক্ত বলে ঘোষিত হলেন ৩,০৮২ জন। করোনা টেস্টেও আজ রেকর্ড। রাজ্যের ৩৬,২২৯ জনের টেস্ট হয়েছে। তাতে পজিটিভিটি অর্থাৎ প্রতি একশো জনে করোনা পজিটিভের হার ৮.৯০। রাজ্যে প্রায় ১৫ লক্ষ মানুষের করোনা টেস্ট হয়ে গেল। সঠিক সংখ্যাটা হল ১৪,৮৭,৮৪৪।