কলকাতা ব্যুরো: রাজ্যে সংক্রমণ স্থিতিশীল আজকেও। কিন্তু সংক্রমণের গণ্ডিটা লক্ষ ছাড়িয়ে গেল। পশ্চিমবঙ্গে এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ১,০৪,৩২৬-এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৯৩৬ জন করোনা পজিটিভ ধরা পড়েছে।
টেস্ট বাড়লেও গত দুদিন ধরে তেমন ভাবে আক্রান্তের সংখ্যা বাড়েনি। মৃত্যুর দৈনিক সংখ্যাও তেমন বাড়েনি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৪ জনের। ফলে রাজ্যে মোট করোনা বলির সংখ্যা দাঁড়ালো ২,২০৩। আজ ২৭,৭১২ জন লোকের করোনা টেস্ট হয়েছে। সুস্থতার হার অনেকটা বেড়েছে।
আজ এই হার ৭২.৯৬। ২,২৭৫ জন সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন। রাজ্যে মোট করোনা মুক্তের সংখ্যা এর ফলে হল ৭৬,১৩০। কলকাতা, উত্তর ২৪ পরগনাতেও আজ সংক্রমণ স্থিতিশীল। কলকাতায় ৬১৯, উত্তর ২৪ পরগনায় ৫৮৯। কলকাতায় অবশ্য মৃতের গ্রাফ ওপরের দিকেই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের, উত্তর ২৪ পরগনায় ১৩ জনের।