এক নজরে

শিকার হওয়া থেকে বাঁচিয়ে সেই সিংহদের হাতেই মৃত্যু ম্যাথুসনের

By admin

August 29, 2020

কলকাতা ব্যুরো: শিকারীদের শিকার হওয়া থেকে প্রায় শেষ মুহূর্তে তাদের উদ্ধার করেছিলেন তিনি। আর সেই তাঁকেই প্রাতঃভ্রমণের সময় নখ আর দাঁতের আঘাতে শেষ করে দিলো দুই সিংহশাবক।

দক্ষিণ আফ্রিকার লিম্পপো অঞ্চলে নিজের সাফারিতে অন্যান্য দিনের মতো ওই দুই সাদা সিংকে নিয়ে হাঁটছিলেন ওয়েস্ট ম্যাথুসন (৬৯) । খেলা করছিল দুই পোষ্য।দূর থেকে তা দেখছিলেন তাঁর স্ত্রী, ছেলে, পুত্রবধূ। হাটতে হাটতেই হঠাৎ ঘুরে দাঁড়ালো সেই সিংহরা। আর কিছু বুঝে ওঠার আগেই দাঁত-নখের কামড় পরতে লাগলো বৃদ্ধের দেহে। কিছু করে ওঠার আগেই লুটিয়ে পড়লেন বন্যপ্রাণী সংরক্ষক।

ঘটনার আকস্মিকতা কাটিয়ে অবশ্য কিছুক্ষনের মধ্যে ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাদের কাবু করা হয়। পাঠানো হয় তাদের উপর নজর রেখে সুস্থ করার ক্যাম্পে। কিন্তু ম্যাথুসন আর ফিরবেন না তাঁর সাধের সাফারিতে।