এক নজরে

West Bengal Police Beaten: যোগীরাজ্যে বিজেপি নেতাকে গ্রেফতার অভিযান

By admin

September 19, 2021

কলকাতা ব্যুরো: উত্তরপ্রদেশে বিজেপি নেতাকে গ্রেফতার করতে গিয়ে নিগ্রহের শিকার হলো রাজ্য পুলিশ। অভিযুক্ত বিজেপি যুব মোর্চা কর্মী যোগেশ বার্ষ্ণয়ের বাড়িতে আটকে রেখে তাঁদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ। প্রসঙ্গত, ৪ বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে পারলে ১১ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেন যুব মোর্চা কর্মী যোগেশ বার্ষ্ণয়। সেই মামলায় অভিযুক্তকে গ্রেফতার করতে উত্তরপ্রদেশের আলিগড়ের গান্ধী নগরে যায় রাজ্য পুলিশের একটি দল।

অভিযোগ, অভিযুক্ত বিজেপি নেতা যোগেশ রাজ্য পুলিশের দলকে একটি ঘরে আটকে রাখেন। তারপর তাঁদের শারীরিক নিগ্রহও করা হয় বলে অভিযোগ। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, পরে উত্তরপ্রদেশ পুলিশ গিয়ে রাজ্য পুলিশের দলকে উদ্ধার করে। তবে অভিযুক্ত বিজেপি যুব মোর্চা নেতাকে এখনও গ্রেফতার করা যায়নি।

প্রসঙ্গত, বীরভূমের বোলপুরে ২০১৭ সালে এই বিজেপি যুব মোর্চা নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এরপর ঘটনার তদন্ত শুরু করেছিল সিআইডি। এর আগেও পুলিশ গিয়েছিল অভিযুক্ত নেতাকে ধরতে কিন্তু তখনও খালি হাতে ফিরতে হয়েছিল। আর শুক্রবার সিআইডির চারজনের আধিকারিকের একটি দল উত্তরপ্রদেশের গান্ধী পার্ক থানার পুলিশকে নিয়ে যুব মোর্চার বাড়িতে যায়। আর তারপরই তাদেরকে আটকে রেখে চলে অত্যাচার। তবে সেখান থেকে তাঁরা দিল্লিতে ফিরে এসেছেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে গান্ধী পার্ক থানার পুলিশ।