কলকাতা ব্যুরো: রাজ্যে মৃতের সংখ্যা ৪০। গত ২৪ ঘন্টায় ২৩৪১ জনের করোনা চিহ্নিত হয়েছে। একদিন আগে ৪২ জনের একইদিনে মৃত্যুতে দুশ্চিন্তা বেড়েছিল। এ দিন মৃত্যু সংখ্যায় কমলেও তা এখনো যথেষ্ট চিন্তায় রাখলো নাগরিকদের। এই মৃত্যু সংখ্যা যদি খারাপ বা দুশ্চিন্তার খবর হয়, তাহলে কিছুটা ভালো খবর করোনা পরীক্ষায়। এতোদিন পরীক্ষার ধীর গতি নিয়ে না না অভিযোগ উঠছিল। এবার সেই পরীক্ষা দিনে আট লাখ ছাড়ালো। ফলে আগামী দিনে রোগীর সংখ্যা যে বেশি চিহ্নিত হবে এ ব্যাপারে নিশ্চিত চিকিৎসকরা।