কলকাতা ব্যুরো: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ। বন্ধ দোকান-বাজার থেকে শপিং মল। সরকারি-বেসরকারি পরিবহণ পথে নামবে না। এ ভাবেই এই পর্যায়ে নতুন করে রাজ্যে কঠোর লক ডাউন হবে বলে মঙ্গলবার জানিয়ে দিল নবান্ন। মুখ্য সচিবের বিজ্ঞপ্তি অনুযায়ী, লক ডাউনের থেকে ছাড় পাবে কৃষি কাজ ও চা বাগান। চিকিৎসা সহ জরুরি পরিষেবার আওতাধীন পরিষেবা চালু থাকবে। তবে সকাল ছ’টা থেকে রাত ১০ টা পর্যন্ত কোনও শৈথিল্য ছাড়া লক ডাউন কার্যকর হবে বলে স্পষ্ট করে দিয়েছে নবান্ন। আপাতত ২৩, ২৫ ও ২৯ জুলাই নতুন করে তিন দিন লক ডাউনের দিন ঘোষণা করেছে সরকার। আগাম ঘোষণা করে আগামীতে সপ্তাহে দু’দিন করে লক ডাউন করার কথাও জানিয়ে দিয়েছে রাজ্য।
আপাতত ২৩, ২৫ ও ২৯ জুলাই নতুন করে তিন দিন লক ডাউনের দিন ঘোষণা করেছে সরকার।
তবে সংক্রমণ যে হারে বাড়ছে তাতে সপ্তাহে দু’দিন লক ডাউনে কতটা কাজ হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার অন্য দিকে বিশেষজ্ঞদের একাংশের মতে, মাঝে একদিন করে মানুষ প্রায় ঘরবন্দি থাকলে সংক্রমনের গতি ধাক্কা খাবে। রাজ্য ইতিমধ্যেই ঘোষণা করেছে সামাজিকভাবে সংক্রমণ শুরু হয়েছে। এই অবস্থায় সব বিশেষজ্ঞদের একমত, মুখে মাস্ক পরে বেরোনোর ক্ষেত্রে পুলিশ আরও কঠোর হোক। একইভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারেও জোর দিলে কিছুটা রক্ষে পাওয়া সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা।