রিভিউ

ওয়েবসিরিজ- তু চিজ বড়ি হ্যায় মস্ত‌ মস্ত

By admin

July 18, 2020

রগরগে সেক্স বা গরগরে ভায়োলেন্স দিয়েই বাজীমাত ! না, এমন‌ কথা ঠিক বলবো না, সঙ্গে আছে টান‌ টান‌ প্লটের উত্তেজনা। করোনার বাজারে স্মার্টফোনের ‌ অ্যাপে টাচ করলেই বিস্ফোরণ। নেটফ্লিক্স, হটস্টার, এমএক্স প্লেয়ার, হইচই বা আড্ডা টাইমস্.কমে এক সে বার কর এক ধামাকা। জিও বাঙ্গালি। সিনেমা হলে বা মাল্টিপ্লেক্সে কষ্ট করে লাইন দিয়ে টিকিট কাটা নেই। নেই অনলাইনে টিকিট বুকিং। অ্যাপের চাপেই ঘরে শুয়ে- বসে লাস্যময়ীর শরীরী হিল্লোল আর ডন-এর সাথে হিরোর পাঞ্জা কসায় দিন গুজরানি হয়ে যাচ্ছে। বাজার যাও, চান করো, মনাকে পড়তে বসাও এর জগৎ থেকে খানিকটা হলেও তো নিষ্কৃতি। টিভির রাত্রদিন ব্রেকিং করোনা আর চায়না-ইন্ডিয়া যুদ্ধ যুদ্ধ খেলা কাহাতক আর ভালো লাগে? ফুটবল ক্রিকেট বন্ধ, মিটিং মিছিল বন্ধ, মায়ে পাড়ার আড্ডা, রকের খোশগল্প লাটে উঠেছে। করোনার থাবা যত বাড়ছে ওয়েব সিরিজের বাজার তত রমরমা। সিজন ওয়ান- এপিসোড ওয়ান‌, টু, থ্রি……না ছাড়া যাচ্ছে…না ওঠা যাচ্ছে। মনটা খালি তারপর তারপর করে তরপাচ্ছে। মিনমিনে, প্যানপ্যানে সিরিয়ালের দিন শেষ। বটেই তো, হবেই তো – এ মানুষের নতুন চাহিদা, মনের খোরাক – ওয়েবসিরিজ। বাঙালি বলছে – তু চিজ বড়ি হ্যায় মস্ত‌ মস্ত।

সিজন ওয়ান – এপিসোড ওয়ান‌, টু, থ্রি…… ছাড়া যাচ্ছে না ওঠা যাচ্ছে। মনটা খালি তারপর তারপর করে তড়পাচ্ছে। মিনমিনে, প্যানপ্যানে সিরিয়াল এর দিন শেষ। বটেই তো, হবেই তো – এ মানুষের নতুন চাহিদা, মনের খোরাক – ওয়েবসিরিজ বাঙালি বলছে – তু চিজ বড়ি হ্যায় মস্ত‌ মস্ত।

জি পি সিপ্পি থেকে সুজিত ঘোষ বা অমিতাভ বচ্চন থেকে সুশান্ত সিং রাজপুত অথবা রেখা-হেমামালিনী থেকে হালের শ্রদ্ধা-আলিয়া ভাটরা বলিউডি কায়দায় যেসব নাচা গানা আর অ্যাকশন করে যাচ্ছিলেন, ওয়েব‌সিরিজগুলো তার এক কাঠি ওপরে। ঘরানাটা অন্যরকম। হিন্দি সিনেমায় মশলা আছে, বিনোদন আছে। কিন্তু ওয়েব‌সিরিজ সাসপেন্স সর্বস্ব প্রত্যেক এপিসোডের পরেই সাসপেন্স তৈরি করে দর্শকের উত্তেজনার পারদ বাড়িয়ে দিচ্ছে।

দিল্লীর‌ সাউথ ব্লকে মন্ত্রী তাঁর কুকর্ম ঢাকার জন্যে “র” (RAW) -এর বড় কর্তাকে সুপারি কিলার দিয়ে খতম করতে চাইছে – এতটা খুল্লম-খুল্লা হিন্দি সিনেমাতেও‌ বোধহয় দেখানো হয়নি। কলকাতার ড্রাগচক্র আর সেই চক্রের কিং পিনদের গ্যাং ওয়ারের দুঃসাহসিকতা দেখানোর সাহস প্রসেনজিৎ তথা সর্বস্ব টলিউড করে দেখাতে পারেনি এতদিন। সবই অনায়াসে, অবলীলায় দেখিয়ে যাচ্ছে ওয়েব‌ সিরিজগুলি। চোখা চোখা ডায়লগবাজি নেই এখানে। কারণ বড় বড় নাম করা হিরো-হিরোইনদের মুখ দিয়ে ডায়লগ বলিয়ে নেবার মাথাব্যথা নেই পরিচালকদের কাছে। আছে শুধু বদ্ধ ঘরে দর্শকদের উত্তেজনা বাড়ানোর কেমিস্ট্রি। আর সে জন্যেই স্পেশাল অপস্ (oops), আরিয়া, কালী, ভউকাল, সুপার ডুপার হিটস।

তবে বর্তমানে অ্যাপগুলোতে শুধুমাত্র ওয়েব সিরিজই থাকছে না। করোনার দৌলতে এখন নতুন সিনেমা গুলিও রিলিজ হচ্ছে অ্যাপ-এ। সেদিকেও নজর থাকবে আমাদের। ওয়েবসিরিজও সিনেমার কাটা-ছেঁড়া আলোচনা- সমালোচনা নিয়ে আপনাদের সঙ্গে থাকব এই পাতায়