%%sitename%%

এক নজরে

কলকাতায় বিক্ষিপ্ত, রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

By admin

August 09, 2020

কলকাতা ব্যুরো: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এর অবস্থান। এই নিম্নচাপের সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খন্ডে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। মৌসুমী অক্ষরেখা দিল্লি- গয়া হয়ে কলকাতার ওপর দিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত।

আগামী ৪৮ ঘণ্টায় ওড়িশা সংলগ্ন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সোমবার নাগাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দু-এক পশলা অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরেও।

কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭থেকে ৯৫ শতাংশ । গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৬.১ মিমি।