এক নজরে

নিম্নচাপ এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, চলবে বৃষ্টি

By admin

August 26, 2020

কলকাতা ব্যুরো: উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে আজ ওড়িশায় ও কাল ছত্রিশগড়ে প্রবল বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। ঝাড়খন্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ ,রাজস্থানেও। আগামী চার দিনে এটি রাজস্থান পর্যন্ত যাবে।

এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। কলকাতাসহ বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না।মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। সমুদ্র উপকূলে ৪৫থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকায় সমুদ্র উত্তাল থাকবে।

আজ দক্ষিণবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং,কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় মূলত মেঘলা আকাশ। দিনভর হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৭.৫ মিমি।

এই মুহূর্তে ভারতবর্ষের ওপর জোড়া নিম্নচাপ রয়েছে। একটি নিম্নচাপ দক্ষিণ পশ্চিম রাজস্থানে ও অপরটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে।এই দুই নিম্নচাপের প্রভাবে পূর্ব মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।