আবহাওয়া

নিম্নচাপ উড়িষ্যার দিকে এগিয়ে গেল উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

By admin

September 23, 2020

কলকাতা ব্যুরো: দক্ষিণবঙ্গের আকাশে মেঘ রেখেই নিম্নচাপ পাড়ি দিল উড়িষ্যার দিকে। ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার হালকা বৃষ্টি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।যদিও উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস এখনো জারি রয়েছে। ইতিমধ্যেই দার্জিলিং কালিম্পং পাহাড় ও তার পাদদেশে প্রবল বৃষ্টি জারি রয়েছে।তবে নিম্নচাপ কেটে গেলেও তার প্রভাবে দক্ষিণবঙ্গের ঝারগ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম এবং বাকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু তা নিম্নচাপের টানা বা ভারী বৃষ্টি হবে এমনটা আশা করা যাচ্ছে না। সেই তুলনায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং দুই দিনাজপুরে এখনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সব মিলিয়ে আগামী শুক্রবারের আগে রাজ্যে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ কম।