%%sitename%%

আবহাওয়া

বঙ্গে বৃষ্টি শঙ্কা, নিষেধ সমুদ্রে যাওয়া

By admin

August 03, 2020

কলকাতা ব্যুরো: কলকাতায় স্বস্তির বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার থেকে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কারণেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে ওড়িশা ও ঝাড়খণ্ডেও। পশ্চিমবঙ্গে ওই দুই রাজ্য লাগোয়া জেলাগুলি তো বটেই কলকাতাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ফলে কলকাতার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায় প্রবল বর্ষণ হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিম্নচাপের ফলে ওই বৃষ্টি চলবে। এতে স্বস্তি পেতে পারেন কলকাতাবাসী। উত্তর বঙ্গোপসাগরে মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের যেতে না করা হয়েছে।