%%sitename%%

এক নজরে

কাল থেকে ফের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিনবঙ্গে

By admin

August 22, 2020

কলকাতা ব্যুরো: শনিবার সকালটা একটু ছাড় দেওয়ার মধ্যেই আবার ভারী বৃষ্টির কথা শুনিয়ে রাখলো হাওয়া অফিস। রবিবার থেকে তিনদিন ফের নতুন করে নিম্নচাপের কবলে বাংলা। মূলত দক্ষিনবঙ্গ। তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। তারই সঙ্গে ঝড়ো বাতাস বইবে সমুদ্র উপকূলের জেলাগুলিতে। ফলে মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত কমলা সতর্কতা জারি হয়েছে। তবে এই পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে।

নতুন করে আবার বৃষ্টি নামলে নদী তীরবর্তী গ্রামগুলির অবস্থা কি হবে তা নিয়ে শঙ্কিত প্রশাসন। একদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া আর অন্যদিকে দুই ২৪ পরগনার বেশ কিছু নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। গত কয়েকদিনের বৃষ্টির সঙ্গেই অমাবস্যার ভরা কোটালে বহু জায়গায় নদীবাঁধে ফাটল ধরেছে। আবার ভাঙ্গন শুরু হয়েছে। ফলে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস নতুন করে চিন্তা বাড়িয়েছে ওই সব গ্রামে।