আবহাওয়া

বৃষ্টির সম্ভাবনা উত্তরে

By admin

December 07, 2020

কলকাতা ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝার জিরে সিকিম এবং আশপাশের এলাকায় আগামী কয়েকদিন যেমন বরফের মেলা বসবে, একইভাবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় নামবে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে তাপমাত্রা আরো কমবে। ফলে জাঁকিয়ে শীত পড়বে উত্তরে।

দক্ষিণবঙ্গে অবশ্য বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা খুব বেশি হেরফের হওয়ার সুযোগ কম। তবে ভোরের দিকে তাপমাত্রা তুলনায় কমবে।বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে ঠান্ডা অন্য অংশের তুলনায় বেশি থাকবে। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কুয়াশার চাদরে ঢাকা পড়বে সর্বত্র। দক্ষিণবঙ্গ ভোরের দিকে কুয়াশা বাড়লেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয় রোদের দেখা পাওয়া যাবে।