আবহাওয়া

বাঁচল বাংলা, থাকবে গরম, ভাসছে আট রাজ্য

By admin

October 13, 2020

কলকাতা ব্যুরো: নিম্নচাপের প্রভাবে যাবতীয় মেঘ সরতে সরতে অন্ধ্র উপকূলে চলে যাওয়ায় এই যাত্রায় বড় দুর্যোগের হাত থেকে বেঁচে গেল বাংলা। আগামী তিন দিন বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির মুখে পড়ল দক্ষিণের রাজ্য গুলি। দুর্গা পুজোর আগে নতুন করে এ রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় বা প্রবল বৃষ্টিতে নাকাল হতে না হলেও, গরম এখনই ছাড়বে না বাংলাকে।বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপের জেরে আগামী তিন দিন প্রবল বৃষ্টির আশঙ্কা অন্ধ্র, ওড়িশা সহ আট রাজ্যে। দিল্লির মৌসম ভবন এর পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তরভাগ সরে গিয়ে ছ’ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে আস্তে আস্তে সমতলের দিকে এগোচ্ছে। এর ফলে অন্ধ্র প্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা এবং ছত্রিশগড়ে আগামী বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।