আবহাওয়া

ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে

By admin

August 11, 2020

কলকাতা ব্যুরো: ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা।জামশেদপুর থেকে দীঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা।

দক্ষিণবঙ্গে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হবে। তার আগে বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ।

উত্তরবঙ্গে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাআলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্য জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গের জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকাল থেকেই আর্দ্রতা জনিত অস্বস্তি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৫ শতাংশ ।গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩.৩ মিমি।