কলকাতা ব্যুরো: আজ থেকে আবার বৃষ্টিতে ভাসার আশঙ্কা মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কিছু জেলার। তবে এবার পাড় পাবে না রাজধানী দিল্লিও। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হঠাৎ সক্রিয় হয়ে ওঠার রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস বাণিজ্য নগরী মুম্বাই ও রাজধানী দিল্লিতে। আবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তাই সমুদ্র উপকূল এলাকার মধ্যে ওড়িশায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদ থাকছে না হিমাচল প্রদেশও।
আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী, রবিবার থেকে গোটা সপ্তাহ-ই কাটবে বৃষ্টির সঙ্গে। মুম্বাইয়ে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। অন্যান্য জায়গাতেও বৃষ্টি চলবে সপ্তাহভর।
যদিও শনিবার রাত পর্যন্ত বৃষ্টি নিয়ে বাংলার জন্য কোনো পূর্বাভাস নেই হাওয়া অফিসের। তবে উপকূল এলাকা হিসেবে ওড়িশা ঝড়-বৃষ্টির মধ্যে পরলে পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি নিয়ে জল্পনা থেকেই যায়। আর গত কয়েকদিন ধরে কলকাতায় দফায় দফায় বৃষ্টি চলছেই।