আবহাওয়া

রবিবার থেকে রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস

By admin

September 18, 2020

কলকাতা ব্যুরো: আবার নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গে। ২০ থেকে ২৩ সেপ্টেম্বর নিম্নচাপের প্রভাবে গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। প্রথম ধাপে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। পাশাপাশি উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে, তা আরও জোরদার হওয়ার পূর্বাভাস রয়েছে।

একই সঙ্গে পাহাড়েও ধ্বস নামার আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। তাই প্রথমেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে এই কয়দিন মাছ ধরতে সমুদ্রে না যেতে। আবহাওয়া দপ্তরের বার্তা, এই কয়েক দিন মৎস্যজীবীরা মাছ ধরতে যাবেন না। আবহাওয়া দফতরের অধিকর্তা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এর মুখ থেকেই জেনে নিন, এই কয়েকদিন কোথায় কিভাবে দুর্যোগ থাকতে পারে।