আবহাওয়া

ভোট আবহাওয়া দুই-এর পারদ চড়ছে

By admin

March 07, 2021

কলকাতা ব্যুরো : ভোটের বাংলায় নিরন্তর পারদ চড়ছে রাজনীতিকে কেন্দ্র করে। এদিকে, বাংলার আবহাওয়ায় ক্রমাগত চড়ছে উত্তাপের পারদও।

অন্যদিকে, পূবালী হাওয়ায় বঙ্গোপসাগর থেকে রাজ্যে আসছে জলীয় বাষ্প। এমন এক পরিস্থিতিতে রাজ্যে আগামী কয়েকদিন পরিস্থিতি কেমন থাকবে , দেখা যাক আবহাওয়ার রিপোর্টে। এদিকে, সপ্তাহের মাঝামাঝি থেকেই পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা। এই জেলাগুলিতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপামাত্রা এগিয়ে যেতে পারে।উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও সিকিম অসম, মেঘালয়েও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।এদিকে, কলকাতায় ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই চড়তে শুরু করেছে ভোটমুখী কলকাতায়। আজ কলকাচার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।