কলকাতা ব্যুরো: আবার এক অভিনেত্রীর আত্মহত্যা মুম্বাইয়ে। ভোজপুরী সিনেমার জনপ্রিয় নায়িকা অনুপমা পাঠক ২ আগস্ট মুম্বাইয়ে তাঁর ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন। জীবনে দাড়ি টানার আগে তিনি লাইভ ভিডিও এ জানিয়েছেন তাঁর হতাশার কথা।
বিহারের পূর্ণিয়ার বাসিন্দা বছর ৪০ এর অনুপমা বেশ কিছুদিন কর্মসূত্রে মুম্বাইয়ে থাকছিলেন। পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এক অভিনেত্রীর এমন মৃত্যু নিয়ে অবশ্য হেলদোল দেখা যায়নি বলিউডি তারাদের।
কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর উঠে এসেছিল নেপটিজম বিতর্ক। আর এই অভিনেত্রী মৃত্যুর আগে ফেসবুক পরামর্শের মতো বললেন, কাউকে বিশ্বাস করবেন না। আপনার সমস্যা কাউকে শেয়ার করবেন না। কারণ তাঁরা আপনার অসহায় অবস্থার সুযোগ নেবে। কিন্তু পাশে থাকবে না।
তাঁর অভিযোগে এক ব্যক্তির নাম করেছেন তিনি আবার মুম্বাইয়ে কোনো জায়গায় ১০ হাজার টাকা রেখেছিলেন গচ্ছিত। কিন্তু এত দিনেই তা ফেরত না পাওয়ার হতাশার কথাও সুইসাইড নোট জানিয়েছেন অনুপমা।
Previous Articleমোম শিখায় বাগদানের রঙিন স্বপ্ন পুড়লো আগুনে
Next Article ২২ এ শ্রাবণ
Related Posts
Add A Comment