কলকাতা ব্যুরো: বিশ্বভারতী মেলা মাঠের পাঁচিল ভাঙার হিসেব নিতে ঢুকে পড়লো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। বুধবার ইডি অফিসারদের একটি দল বীরভূম ঘটনাস্থলে যান।
গোটা ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান জানতে ও এই সংক্রান্ত কি কি অভিযোগ হয়েছে তার বিস্তারিত জানতে চেয়ে বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংকে চিঠি দিয়েছে ইডি। শুধু পৌষ মেলা মাঠের পাঁচিল ভাঙা নয়, সোমবার বিশ্ব ভারতীর ক্যাম্পাসে ঢুকে হামলার অভিযোগ করেছে কর্তৃপক্ষ। সেই সূত্রে সেখানকার গেট, পাঁচিল বা আর কিসের ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তার বিস্তারিত খোঁজ খবর শুরু করেছে ইডি। যাবতীয় নথি পাওয়ার পর নিজেরাই এফআইআর করে তদন্তে নামতে পারে এই কেন্দ্রীয় সংস্থা।