এক নজরে

বিশ্বভারতীর পাঁচিল ভাঙায় মামলার শুনানি শুক্রবার

By admin

August 24, 2020

কলকাতা ব্যুরো: বিশ্বভারতীর বিতর্কিত পাঁচিল ইস্যুতে এবার হাইকোর্টের নজর অনুব্রত মন্ডলের দিকে। তারইসঙ্গে হাইকোর্টে দায়ের মামলায় যুক্ত করা হয়েছে তৃণমূল বিধায়ক নরেশ বাউরিকে। ভুবনডাঙা মাঠের পাঁচিল ভাঙার দিন বোলপুর পুরসভার কয়েকজন প্রাক্তন কাউন্সিলরের সঙ্গেই বিক্ষোভে দেখা গিয়েছিল বিধায়ক তথা বোলপুর বিদায়ী পুরবোর্ডের ভাইস চেয়ারম্যান নরেশ বাউরিকে।

বিশ্বভারতী কান্ডে সিবিয়াই তদন্ত চেয়ে আবেদন করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতিকে মামলাকারী বলেন, কীভাবে বহিরাগতরা বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতরে ঢুকে ভাঙচুর করলো। ঘটনার সঠিক তদন্ত করা হোক। সিবিআই অথবা হাইকোর্টের নজরদারিতে গঠন করা হোক বিশেষ তদন্তকমিটি। সেখানে সিআইএসএফ বাহিনীর নিরাপত্তারও দাবি করা হয়েছে।

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের ঢুকে হামলায় নির্দেশিকা দিয়েছিল হাইকোর্ট। শান্তিনিকেতনে রয়েছে পরিবেশ আদালতের নির্দেশিকাও। তারপরও কিভাবে এই ঘটনা? পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন মামলাকারীর। আগামী শুক্রবার সশরীরে আইনজীবীদের হাজির হতে নির্দেশ কোর্টের।