এক নজরে

#ForeignSecretary: অবসরের পথে শ্রিংলা, নয়া বিদেশ সচিব হচ্ছেন বিনয়মোহন কাটরা

By admin

April 05, 2022

কলকাতা ব্যুরো: চলতি মাসের শেষেই মেয়াদ পূর্ণ হচ্ছে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার। তাঁর পদ সামলাবেন বর্তমানে নেপালের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয়মোহন কাটরা। সোমবার এ নিয়ে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৩০ এপ্রিল শ্রিংলার মেয়াদ শেষ হচ্ছে। সেদিনই অবসর নেবেন তিনি। তাঁর পরিবর্তে ওই পদে আসছেন বিনয়মোহন কাটরা। এদিন ক্যাবিনেটের নিয়োগ কমিটির তরফে নিয়োগ প্রক্রিয়ায় সিলমোহর দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে নেপালে ভারতীয় রাষ্ট্রদূত হিসেব কাজ করছে কাটরা। ১৯৮৮ সালের ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের আধিকারিক হিসেবে নিযুক্ত হন কাটরা। ৩২ বছরের জীবনে একাধিক দেশে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন তিনি। ভারতীয় কূটনৈতিক মিশনের সদস্য হিসেবে ওয়াশিংটন, বেজিং সফর সেরেছেন তিনি। এমনকী, প্রধানমন্ত্রীর দপ্তরের যুগ্ম সচিবও ছিলেন তিনি। ২০১৭ সালে ফ্রান্সে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন কাটরা। এরপর নেপালে একই দায়িত্ব সামলেছেন তিনি। কাটরার সেই অভিজ্ঞতাকেই এবার ভারতীয় বিদেশনীতি নির্ধারণে কাজে লাগাতে চাইছে কেন্দ্র।

বিশ্বজুড়ে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। একদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। আর তাতেই ধর্মসংকটে পড়েছে ভারত। পুরনো বন্ধু রাশিয়া নাকি আমেরিকা, কার পক্ষ নেবে নয়াদিল্লি, তা এখনও নির্ধারণ করতে পারছে না। এদিকে আবার প্রতিবেশী শ্রীলঙ্কা, পাকিস্তানেও চরমে উঠেছে রাজনৈতিক ডামাডোল। আর এমন রাজনৈতিক ডামাডোল সামলাতে প্রয়োজন অভিজ্ঞ মস্তিষ্কের। ওয়াকিবহাল মহল বলছে, বিনয়মোহন কাটরার অভিজ্ঞতা নয়াদিল্লিতে উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।