%%sitename%%

এক নজরে

সুপ্রিম কোর্ট থেকে মালিয়ার নথি গায়েবে কৈফিয়ত তলব

By kolkata361Desk

August 06, 2020

কলকাতা ব্যুরো: তাঁর বিরুদ্ধে ন’হাজার কোটি টাকা ব্যাংকগুলোকে ফেরানোর নির্দেশ ছিল। বিজয় মালিয়া পালন করেননি সেই নির্দেশ। ফলে আদালত অবমাননার মামলা হয়। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেই মামলাও তিন বছর মুখ দেখেনি শুনানির। উল্টে সুপ্রিম কোর্টের হেফাজত থেকে হাওয়া হয়ে গিয়েছে সেই গুরুত্বপূর্ণ মামলার কিছু নথি।

ফলে আজ মামলার শুনানি করতে গিয়ে নথি না পেয়ে বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চ মামলা মুলতুবি করে দেয়। একইসঙ্গে নথি গায়েব ও তিন বছর কেন অবমাননার মামলা উঠেইনি তার খোঁজ শুরু করেছে শীর্ষ আদালত। যাঁদের উপর দায়িত্ব ছিল তাঁদের ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছে সুপ্রিম কোর্টের এই মামলার বেঞ্চ।