২১ এর ধর্মযুদ্ধ

বিজয় মিছিল বন্ধ, সরব সুপ্রিম কোর্টও

By admin

April 27, 2021

কলকাতা ব্যুরো: মাদ্রাজ হাইকোর্ট তাদের ভূমিকাকে তুলধনা করার পর বিলম্বিত বোধোদয় হলো নির্বাচন কমিশনের। ২ মে ভোট গণনার পরে কোন দল বিজয় মিছিল করতে পারবেন না বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে বিধি বজায় রাখতে জয়ী প্রার্থী সার্টিফিকেট নিতে যাওয়ার সময় দুজনের বেশি তার সঙ্গে থাকতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে কমিশন।

আর কমিশনের এই বিজ্ঞপ্তি নিয়ে মঙ্গলবার ফের সতর্ক করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, শুধু বিজ্ঞপ্তি জারি করলেই হবে না, তা যাতে কার্যকর হয়, তাও দেখতে হবে কমিশনের আধিকারিকদের। এর আগেও নির্বাচন কমিশনের একের পর এক বিজ্ঞপ্তি জারি করা হলেও, তা কার্যকর না হওয়ায় প্রথম কমিশনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। এরপরে মাদ্রাজ হাইকোর্ট যেভাবে কমিশনকে করোনা সংক্রমণ বেরে যাওয়ার জন্য ধুয়ে দিয়েছে, তাতে গোটা দেশেই কমিশন সম্পর্কে সমালোচনা আরো তীব্র হয়েছে।

এই অবস্থায় এদিন সুপ্রিমকোর্টে সুয়োমোটো মামলাতেও পর্যবেক্ষনেও রাজনীতিকদের বার্তা, দেশ এক চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। এই অবস্থায় আদালত চুপ করে বসে থাকতে পারেনা। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চ এর বক্তব্য, এখন রাজনীতি নয়। মানুষকে বাঁচানোর স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।