কলকাতা ব্যুরো: দেশ আনলক হওয়ার পর অনেক প্রতিষ্ঠানই খুলে গিয়েছিল। এবার কলকাতায় খুলে গেল ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর থেকে সায়েন্স সিটি পর্যন্ত।মঙ্গলবার সকাল থেকেই এই তিন প্রতিষ্ঠানের সামনে লোকের ভিড় জমে। জাদুঘরে রীতিমতো লাইন দিয়ে লোক ঢুকতে দেখা যায়।
ভিড় জমে যায় ভিক্টোরিয়ার বাইরেও। যথেষ্টই ভিড় হয়েছে সায়েন্স সিটিতেও। করোনা বিধি মেনে লোক ঢোকানো হয় সব প্রতিষ্ঠানে।