এক নজরে

সরকারের নির্দেশই সার

By admin

September 06, 2020

কলকাতা ব্যুরো: আলুর অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সপ্তাহ খানেক আগেই রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল, খুচরো বাজারে আলুর দাম ২৫ টাকার মধ্যে বাঁধতে হবে। সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কোথায় কি ? এখনও শহর ও শহরতলীর খুচরো বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে সেই ৩২ থেকে ৩৪ টাকা কেজি দরে। মাঝে এনফোর্সমেন্ট বিভাগের চারটি টিম শহরের বাজারগুলিতে হানা দিলেও কমেনি দাম। উল্টে পেঁয়াজের দাম ছিলো ২৮ টাকা, গত কয়েকদিনে তা দাঁড়িয়েছে ৩৫ তাকে।

শুধুমাত্র আলু বা পেঁয়াজই নয়। হাত দেওয়া যাচ্ছে না কোনো সব্জিতেই। বেগুন ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, পটল ৭০-৯০ টাকা, কাঁচা লঙ্কা ১৫০-২০০ টাকা। সাধারণ মানুষ খাবে টা কি ? সব্জির বাজার যে অত্যন্ত চড়া তা স্বীকার করছেন বাজারের খুচরো ব্যবসায়ীরাও। যদিও তাদের বক্তব্য, বৃষ্টিতে বহু ফসলের ক্ষতি হাওয়ায় পাইকারি বাজারই যথেষ্ট চড়া। তাই আমরাই বা কি করবো ?

দাম বেড়েছে অন্যান্য পণ্যের ও। ডিমের দাম বেড়ে হয়েছে ৬ টাকা পিস। দিন দশেকের মধ্যে সর্ষের তেলের দামও কেজিতে বেড়েছে ২০ টাকা।ব্যবসায়ীরা জানাচ্ছেন, দিন কয়েকের মধ্যে আরো অন্তত ১০ টাকা দাম বাড়তে পারে সর্ষের তেলের।

রবিবারের বাজারে সব্জির এই অগ্নিমূল্যে দিশাহারা সাধারণ মানুষ। আগামীকাল অর্থাৎ সোমবার রাজ্যে পূর্ণ লক ডাউন। এদিন তাই বাজার করতে গিয়ে বিপাকে সাধারণ নানুষ।