কলকাতা ব্যুরো: আলুর দাম ২৫ টাকা কেজির মধ্যে বেঁধে রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। যদিও রবিবারও দেখা গেল, খোলা বাজারে ৩০ টাকা কেজিতেই বিক্রি হচ্ছে আলু। গড়পড়তা বাঙালি পরিবারে আলুই কিন্তু প্রায় সব রান্নারই সাধারণ সব্জি। তার দাম এতটা চড়া হওয়ায় বিপাকে সাধারণ গৃহস্থ। সমস্যাটা আরো বেশি হচ্ছে কারণ এখন শহরের খুচরো বাজারে প্রায় কোনো সব্জির দামই ৫০-৬০ টাকার কম নয়।
বেগুন ৬০। পটল ৫০-৬০। টমেটো ৬০। এমনকি কচু বা কচুর লতিও ৪০। ভেন্ডিও ৪০-৫০। সেভাবে দাম কমেনি কাঁচা লঙ্কারও। প্রায় ২০০ টাকা কেজি। পেঁপেও ৪০ টাকা কিলো। কাঁচা কলাও ৭-৮ টাকা পিস। কুমড়ো ২৫ টাকা।
ব্যবসায়ীরা লক ডাউন কিংবা বৃষ্টিকে দায়ি করলেও, বাজারে কিন্তু সব্জির ঘাটতি নেই। রাজ্যও মনে করে, আলু সহ অন্যান্য সব্জির দাম এতটা চড়া হওয়ার কথা নয়। দামের বড় ফারাক থেকে যাচ্ছে পাইকারি আর খুচরো বাজারের মধ্যে।