ভালো-বাসা

মানব মন ও বাস্তুশাস্ত্র

By admin

August 29, 2020

সম্বিৎ চ্যাটার্জি

এ পর্যন্ত আমরা বাস্তুশাস্ত্র কি ও কেন সে ব্যাপারে জেনেছি I এবার আমাদের মনের সাথে বাস্তুশাস্ত্রের সম্পর্ক কতটা সেবিষয়ে জানব Iআমাদের মনকে মূলতঃ ২ টি ভাগে ভাগ করা হয় I সচেতন মন ( conscious mind) ও অবচেতন মন ( sub-conscious mind) I মনের প্রায় ৯০ শতাংশ অবচেতন মনের দ্বারা নিয়ন্ত্রিত হয় I একজন মানুষ কি ধরণের চিন্তা ভাবনা করছেন , কিভাবে কথাবার্তা বলছেন এসবই অবচেতন মনের অঙ্গুলিহেলনে চলে Iএ প্রসঙ্গে নীচের উক্তিটি উল্লেখযোগ্য :

“ As you sow in your sub-conscious mind,so shall you reap in your body and environment “ —POWER OF YOUR SUBCONSCIOUS MIND, DR. JOSEPH MURPHY

এবার বাস্তুশাস্ত্রের প্রসঙ্গে আসা যাক I অবচেতন মন সাধারণতঃ চিহ্ন, রং ইত্যাদির দ্বারা প্রভাবিত হয় I বাসস্থান বা কাজের জায়গার দেওয়ালের ও পর্দার রং, আসবাবপত্রের স্থান এবং আরো নানা পারিপার্শ্বিক বিষয়বস্তু থেকে অবচেতন মন তথ্য সংগ্রহ করে I এই তথ্য অবচেতনে বিশ্লেষিত হয় I এই বিশ্লেষণের প্রভাব আমাদের সচেতন মনের দ্বারা ব্যবহার, কথাবার্তা প্রভৃতির মাধ্যমে প্রকাশিত হয় ও আমাদের REALITY বা বাস্তবতাকে তৈরি করে Iকিছু উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হবে।দেখবেন, কিছু জায়গা বা বাড়িতে আপনি বারবার যেতে আকর্ষণ বোধ করেন I কিছু যেন আপনাকে টেনে নিয়ে যায় I আবার এমনও কোনো কোনো জায়গা আছে যেখানে যাওয়ার ইচ্ছে আপনার একেবারেই হয়না I যদিও বা বাধ্য হয়ে গেলেন , বারবার মনে হতে থাকে কতক্ষনে সেখান থেকে বেরিয়ে আসবেন I কেন এমন হয় ? ওই জায়গাগুলির পারিপার্শ্বিক বাস্তুসংক্রান্ত বৈশিষ্ট্যগুলি আপনার অবচেতন মনকে ইতিবাচক বা নেতিবাচকভাবে প্রভাবিত করতে থাকে I ওই বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করলে দেখা যাবে দ্বিতীয় স্থানটিতে কিছু উল্লেখযোগ্য বাস্তুসংক্রান্ত ভুল রয়েছে I সেগুলি সংশোধনের দ্বারা নেতিবাচক প্রভাবগুলি বন্ধ করা যায় I কোনো দোকান, শোরুম ইত্যাদির ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় I আবার নতুন কোনো ফ্ল্যাট কিনতে গেলে বা বসবাস করা হচ্ছে এমন কোনো বাড়ি বা ফ্ল্যাট এর ক্ষেত্রেও এই ব্যাপারগুলি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয় I

SAMBIT CHATTERJEEWellness Advisor and Founder Vaastu ConsultantSOLVEVAASTU.COMCONTACT/WHATSAPP : 9831225933MAIL : info@solvevaastu.com/vastusambit1@gmail.com