এক নজরে

জেলে শয্যাশায়ী ভারভারা রাওকে দ্রুত নানাবতী হাসপাতালে ভর্তির নির্দেশ বোম্বে হাইকোর্টের

By admin

November 18, 2020

কলকাতা ব্যুরো: তেলেগু কবি ভার ভরা রাওকে আপাতত ১৫ দিনের জন্য নানাবতী হাসপাতলে ভর্তি করার নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট। ৮০ বছরের বৃদ্ধ ভার ভরা রাও বর্তমানে তালোজা জেলে একেবারে শয্যাশায়ী রয়েছেন বলে বুধবার আদালতে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং। রাজ্যের এডভোকেট জেনারেল জানিয়ে দেন, সরকারের ওনাকে হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এর আগে আদালত তার চিকিৎসা করতে বলেছিল। তাই আদালতের নির্দেশ মেনে জেলেই তার চিকিৎসা হয়েছে।মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁও মামলায় কবি ভার ভারা রাওকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকেই তিনি জেলে রয়েছেন। আদালতে তাঁর আইনজীবী বলেন, গত তিন মাস ধরে তার ক্যাথিড্রাল পরিবর্তন করা হয়নি। ওই জেলে তার চিকিৎসার নুনতম পরিকাঠামো নেই বলেও অভিযোগ করেন আইনজীবী ইন্দিরা জয়সিং।তার যুক্তি হাইকোর্ট মেনে নেয়। এর আগে তাদের দেওয়া নির্দেশ অনুযায়ী, মাত্র ১৫ মিনিটের ফোনে কনফারেন্সে তার বর্তমান অসুস্থতার সরানো সম্ভব নয়। তাই তাকে দ্রুত নানাবতী হাসপাতালে ভর্তির নির্দেশ দেয় হাইকোর্ট। থেকে সব খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে। হাসপাতালে কবির পরিবারের সঙ্গে তাকে দেখা করার অনুমতি দিয়েছে আদালত। আদালত আরো জানিয়েছে, তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার আগে হাইকোর্টকে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে হবে সরকারকে।