এক নজরে

এক ফোনে উধাও এক লক্ষ

By admin

August 14, 2020

কলকাতা ব্যুরো : সাবধান। করোনার সময় মানুষের অসহায়তার সুযোগ নিয়ে মাঠে নেমে পড়েছে প্রতারকরা।গিরিশ পার্কের বাসিন্দা মৌমিতা রায়। এই মাসের ১১ তারিখ তার কাছে ফোন আসে এক অজানা নম্বর থেকে। ফোনের অপর প্রান্ত থেকে এক অজানা ব্যক্তি হিন্দি ভাষায় মৌমিতাকে বলেন, তার ফোনে KYC আপডেট করা নেই । বার বার তাকে একই কথা বলায় আপডেট করার প্রক্রিয়া শুরু করে দান মৌমিতা । তার কয়েক মিনিট এর মধ্যেই উধাও হয়ে যায় তার দুটি একাউন্ট-র এক লক্ষ টাকা।ব্যাঙ্ক কর্তৃপক্ষর কাছে অভিযোগ জানান মৌমিতা। অভিযোগ জানানো হয় গিরিশ পার্ক থানাতেও। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের ফোন বা মেসেজ থেকে দূরে থাকা দরকার। কোনও সংস্থা বা ব্যাঙ্ক এইভাবে ফোন করে KYC আপডেট করতে বলে না। এটাই প্রতারণা।