এক নজরে

বিএসএফের তৎপরতায় সীমান্তে বহুমূল্যের সোনার বিস্কুট উদ্ধার

By admin

August 31, 2022

কলকাতা ব্যুরো: গোপন সূত্রের খবর পেয়ে সোমবার দুপুরে সীমান্ত রক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ সীমান্তের বর্ডার চৌকি ছাপঘাটি ১১৫ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে ৬ টি সোনার বিস্কুট সহ এক ভারতীয় চোরাচালানকারীকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত সোনার ওজন কমপক্ষে ৭০০ গ্রাম। ভারতীয় বাজারে বাজেয়াপ্ত সোনার বিস্কুটের আনুমানিক মূল্য প্রায় ৩৭ লক্ষ টাকা। বিএসএফ সূত্রে খবর, ধৃত পাচারকারীর নাম শামিম শেখ, মুর্শিদাবাদের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর্বে ধৃত শামিম জানায়, এক বাংলাদেশি চোরাকারবারি একটি কালো ব্যাগের মধ্যে বিস্কুটগুলি ভরে মুর্শিদাবাদের ভারতীয় চোরাকারবারী সাহাবুদ্দিনের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে দিয়েছিল কিন্তু সীমান্তে কর্তব্যরত জওয়ানদের হাতে ধরা পড়ে যায় সে।

বাজেয়াপ্ত সোনার বিস্কুট সহ ধৃত চোরাকারবারীকে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কারণে মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদে কাস্টমস আধিকারিকদের কাছেহস্তান্তর করে বিএসএফ।

১১৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কম্যান্ডিং অফিসার বীরেন্দ্র কুমার জানান, সীমান্তের জওয়ানরা এই অঞ্চলে চোরাচালান পুরোপুরি বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জওয়ানদের সতর্কতা এবং বোঝাপড়ার কারণেই এলাকায় চোরাচালান বন্ধ করা সম্ভব হয়েছে।