এক নজরে

মাথায় গুলি করে আত্মঘাতী

By admin

August 20, 2020

কলকাতা ব্যুরো: দূষণ থেকে ধর্ষণ, সমানাধিকার থেকে নিরাপত্তাহীনতার আতঙ্ক- ঝরে গেল একটি তাজা প্রাণ। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ১৮ পাতার একটি নোট লিখে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলো ১৬ বছরের কিশোরী। এমন ঘটনার খবরে বিস্মিত মনোবিদরাও। উত্তর প্রদেশের গুননোর থানার বারবালা এলাকায় ১৪ আগস্ট রাতে এই ঘটনা ঘটে।

তার বইয়ের ভিতর থেকে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি উদ্ধার হয়। তাতে দেশে বেড়ে চলা দুর্নীতি, পরিবেশ দূষণ, বৃক্ষ নিধন থেকে হোলিতে ব্যাবহার করা রঙে ক্ষতিকারক রাসায়নিক মেশানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেই কিশোরী।

তার মানসিক চিকিৎসা চলছিল বলে জানিয়েছে পুলিশ। কিন্তু মনোবিদরা প্রশ্ন তুলেছেন, যে প্রশ্ন গুলি নাড়া দিয়েছে ওই কিশোরীকে তা কি অবাস্তব? যাঁদের এই বিষয়গুলো নিয়ে ভাবা এবং সমাধান করার কথা তাঁরা হাত গুটিয়ে বসে থাকলেও ওই কিশোরী তা করতে পারেননি। তার ছোট্ট মনের আবেগ তাকে চরম সিদ্ধান্ত নিতে হয়তো প্রভাবিত করেছে। কিন্তু তার তোলা প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে রাষ্ট্রকেই।