এক নজরে

অস্বস্তিতে পড়ে জহরকে নতুন হোয়াটস অ্যাপ গ্রুপে ফেরাল তৃণমূল

By admin

September 03, 2022

কলকাতা ব্যুরো: শনিবার দিন গড়াতে না গড়াতেই জহর সরকারকে ফের নতুন হোয়াটস অ্যাপ গ্রুপে অ্যাড করল তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুরের পর জহর সরকারকে তৃণমূলের রাজ্য সভার সাংসদদের গ্রুপ থেকে বহিষ্কার করা হয়। সেই নিয়ে শোরগোল শুরু হতেই বিকেলে নতুন গ্রুপ খুলে তাঁকে ফের অ্যাড করা হয়েছে বলে খবর। তবে এই বিষয়ে জহর সরকার কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি তৃণমূল ও পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। দুর্নীতির বিরুদ্ধে তাঁর এই অবস্থানের জন্য তৃণমূলের লাগাতার আক্রমণের মুখে পড়তে হয়েছে। সৌগত রায় থেকে বিশ্বজিৎ দাসের মতো নেতা প্রকাশ্যে তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন। জহর সরকারের মন্তব্যকে যে তৃণমূল সমর্থন করে না তাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়।

এরই মধ্যে সোমবার সকালে তৃণমূলের রাজ্যসভার সাংসদদের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বহিষ্কার করা হয় জহর সরকারকে। সেই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়। তবে কি পদত্যাগ করেছেন জহর সরকার? এই নিয়ে দিনভর চলে জল্পনা। এদিকে ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন জহর।তৃণমূল সূত্রের খবর, জহর সরকারকে ইতিমধ্যে দলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এবার জহর কি পদক্ষেপ নেন সেদিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল।