এক নজরে

পরীক্ষা নেওয়ার আগের অবস্থানে অনড় ইউজিসি মামলা সুপ্রিম কোর্টে

By admin

August 11, 2020

কলকাতা ব্যুরো : ইউজিসি নির্দেশ দিয়েছিল সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে ফাইনাল ইয়ার বা শেষ সেমিস্টারের পরীক্ষা নিতে। তা সত্বেও অনেক বিশ্ববিদ্যালয় সেই পরীক্ষা নেয় নি। ফলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইউ জি সি। ইউজিসির হয়ে সওয়াল করে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান ইউজিসি-র নির্দেশ সত্বেও যদি কোনো বিশ্ববিদ্যালয় ফাইনাল পরীক্ষা না নেয় তবে সেটি নিয়মভঙ্গ হবে। রাজ্য কখনো একতরফা ভাবে কেন্দ্রীয় নিয়ামক সংস্থার নিয়ম পরিবর্তন করতে পারে না।

উল্লেখ্য ৬ জুলাই ইউ জি সি রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল কোরোনা সংক্রমণ ও লকড্যাউন সত্বেও ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল পরীক্ষা নিতেই হবে। ৩১ জুলাই এই মামলার প্রথম শুনানির পর বিচারপতি ১৪ আগষ্ট পর্যন্ত ইউ জি সি কে সময় দেয়। যে সব পড়ুয়া এবং পশ্চিমবঙ্গ, দিল্লি আর মহারাষ্ট্রের মত রাজ্য সরকার মামলা করেছিল তাদের জবাবের জন্য ইউ জি সি সময় চায়।

আবেদনকারীর আইনজীবীরা ইউজিসি-র ৬ জুলাই এর নির্দেশিকা অনৈতিক ও সংবিধান বিরোধী বলে উল্লেখ করেন। তারা স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা উল্লেখ করে দেখান যেখানে স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান সব কিছু বন্ধ রাখার কথা বলা হয় সেখানে পরীক্ষা নেবার নির্দেশিকা ইউ জি সি কি করে দিতে পারে ?

আজ ইউজিসি র পক্ষে জানানো হয়, পরীক্ষা না হওয়াটা কখনো পড়ুয়াদের পক্ষে ভালো নয় । পড়ুয়ারা যেনো ভেবে না বসেন সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারের জন্য গিয়েছে মানেই আর তাদের পরীক্ষা দিতে হবে না। প্রথাগত পরীক্ষা না নেওয়া গেলেও অনলাইন মুল্যায়ানের ভিত্তিতে ডিগ্রী দিতে হবে।যে পরীক্ষা ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই ইস্যুতে ফের ইউজিসি তাদের পুরোনো অবস্থানে থেকে মুখ খোলায় বিস্মিত মামলায় যুক্ত রাজ্যের আইনজীবীরা।