এক নজরে

#StockMarket : বুল রানকে ধরে রাখলো দুই Share Market সূচক

By admin

July 06, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

অবশেষে ১৫৯০০ উপরেই আজ বন্ধ হয় নিফটি। বি এস ই সেনসেক্স আজ ৬৬১৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৩৭৫০ ও অপরদিকে প্রায় ১৭৮ পয়েন্ট বেড়ে নিফটি বন্ধ করে ১৫৯৮৯।

শুরুতেই দিনের সর্বোচ্চ ১৬০১১ কে স্পর্শ করে সূচক নিফটি। Share Market উচ্চ অস্থিরতা থাকা সত্ত্বেও, তেলের দামের শীতলতা এবং ইতিবাচক ইউরোপীয় সংকেতের জন্য অটো সূচক এবং এফএমসিজি সূচক প্রতিটি ২ .৬ শতাংশ বেড়ে যাওয়ায় সেক্টর জুড়ে একের দিনে সূচক কে বুল রানের গতিতে সহায়তা করে।

তবে মূল সূচকে অগ্রগতি হলে বাকি সেক্টর গুলি যেমন নিফটি স্মল ও মিডক্যাপ সূচকে তেমন বাড়তে দেখা যায়নি। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ১ .৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং স্মলক্যাপ ১০০ সূচক অর্ধ শতাংশ বেড়েছে, যখন ১ ,১১১ টি শেয়ার ৮২৩ টি কমে যাওয়া শেয়ারের বিপরীতে অগ্রসর হয়েছে।

প্রতিদিনের চার্টে তৈরী যাচ্ছে বুলিশ ক্যান্ডেল তবে ট্রেন্ডে লাইন র দিকে লক্ষ করলে তৈরী হয়েছে বেয়ারিশ প্যাট্রন অর্থাৎ আবার অল্প সময়ের জন্য ১৫৭০০ র কাছে সমর্থন নিয়ে যেতে পারে ১৬০৩৫ বা পরবর্তী প্রতিরোধ জোনের দিকে। যতক্ষণ সূচকটি ১৫ ,৮০০ স্তরের উপরে টিকে থাকে ততক্ষণ ১৬ ,১৭২ স্তরের উপরে বন্ধ হয়ে বিয়ারিশ ব্যবধান পূরণের জন্য সূচকটি একটি উজ্জ্বল স্থানে থাকতে পারে। এই ধরনের পরিস্থিতিতে, শেষ পর্যন্ত তার ২০০ -দিনের EMA (এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ) এর দিকে প্রসারিত হবে যার মান ১৬ ,৫৫০ স্তরের কাছাকাছি।

আজ অস্থিরতা Share Market সূচক ইন্ডিয়া ভিআইএক্সের আরও কম হয়ে বুল রানের পক্ষেই ছিল। ২ .৫ শতাংশ কম হয়ে আজ দাঁড়ায় ২০ পয়েন্ট এ। আবার অপসন ফ্রন্টে তথ্য দেখলে বুঝা যাই নিফটি আগামী সমাবেশে ১৫৫০০ থেকে ১৬৩০০ র মধ্যে পার্শবর্তী থাকতে পারে। সে ক্ষত্রে আপাতত, ১০০ -১৫০ পয়েন্ট ডিপকে ১৬ ,১৭০ টার্গেটের জন্য ১৫ ,৭৮০ লেভেলের নীচে স্টপ-লস সহ নতুন লং পজিশন তৈরি করার একটি আকর্ষণীয় সুযোগ হিসাবে বিবেচনা করা যেতে পারে।

শুরুতেই ব্যাঙ্ক নিফটি ৩৩ ,৯২৯ -এ উচ্চতর স্থানেই শুরু করে এবং দিন বাড়ার সাথে সাথে ৩৪ ,৩৮৮ এ উঠে যায় যা আজকের ইন্ট্রাডে হাই। সেশন শেষ হওয়ার আগে ৫০৮ পয়েন্ট বা ১.৫ শতাংশ বেশি ৩৪ ,৩২৪ এ বন্ধ হয়।