এক নজরে

করোনার প্রকোপে কাটছাট সংসদের বাদল অভিবেশন

By admin

September 20, 2020

কলকাতা ব্যুরো: করোনার প্রকোপে কাটছাট হতে চলেছে সংসদের বাদল অভিবেশন। সরকারের তরফে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও খুব শীঘ্রই তা করা হবে সূত্রের খবর।সম্ভবত বুধবারই শেষ করে দেওয়া হবে সংসদের দুই কক্ষের অধিবেশন। কারণ ইতিমধ্যেই লোকসভার ১৭ জন এবং রাজ্যসভার ৮ জন সাংসদের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে বিরোধীদেরও দাবি ছিল অভিবেশন কাটছাট করা। জানা গিয়েছে, এ নিয়ে ইতিমধ্যে সরকারের সঙ্গে বিরোধীদের বৈঠক হয়ে গিয়েছে। তার ভিত্তিতেই সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে কেন্দ্র।