এক নজরে

#Mohunbagan: মোহনবাগান সভাপতি টুটু বোসই

By admin

May 11, 2022

কলকাতা ব্যুরো: শেষমেশ সমস্ত জল্পনার অবসান। ফের মোহবাগান সভাপতি হচ্ছেন টুটু ওরফে স্বপনসাধন বোস। বুধবার বিকেলে কার্যকরী সমিতির বৈঠকে ফের একবার চলাকালীনই টুটু বোসের নামেই শিলমোহর দেয় নতুন সমিতির সদস্যরা। গত ২৩ এপ্রিল মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় বাগান সচিব দেবাশিস দত্ত জানিয়ে ছিলেন ১৫ দিনের মধ্যেই নতুন সভাপতির নাম ঘোষণা করে দেওয়া হবে। বুধবার সেই কাজটাই করে ফেললো গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব।

উল্লেখ্য, ক্লাবের সংবিধান অনুযায়ী সভাপতি হতে গেলে ২০ বছরের বেশি সদস্যপদ থাকতে হবে। এরকমই অভিজ্ঞ ৩২ জনের প্রাথমিক তালিকাও তৈরি করেছিল মোহনবাগান। এঁদের মধ্যে প্রথম পর্যায়ে সাত জনের একটা তালিকাও তৈরি হয়। দৌড়ে এগিয়ে ছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, এটিকে-মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও বাগানের ঘরের ছেলে ও প্রাক্তন ফুটবলার সুব্রত ভর্টাচার্য। কিন্তু সকলকে টেক্কা দিয়ে ফের একবার সভাপতির পদে বাগানের বটবৃক্ষ টুটু বোস। এদিনের বৈঠকে ঠিক হয় যে, এবার থেকে সভাপতি হওয়ার জন্য ২০ বছরের নয়, ১৫ বছরের সদস্যপদ থাকলেই হবে। আগামী ৫-৬ মাসের মধ্যে বিশেষ সাধারণ সভায় এই নিয়ম পাশ হবে।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এদিন ক্লাবের কার্যকরী সভা শেষে জানিয়েছেন, ক্লাবের সভাপতি পদে এখন টুটুবাবুই থাকছেন। সেই সঙ্গে আরও একটা সিদ্ধান্ত হয়েছে। মোহনবাগানের সভাপতি থাকতে হলে ২০ বছর সদস্য থাকতে হয়। সেটা আগামী দিনে কিছুটা শিথিল করে ১৫ বছর করা হবে। টুটুবাবুর শরীর ভাল না। তাছাড়া তিনি বেশিরভাগ সময় দুবাইয়ে থাকেন। সেসব ভেবেই আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত সভাপতি পদে টুটুবাবুই থাকছেন।
তবে ফের প্রাণপ্রিয় ক্লাবের সভাপতির পদে বসে স্বাভাবিকভাবেই আপ্লুত টুটু বোস। তিনি বলেন, আমি খুব খুশি। দেবাশিসকে আমিই দু’দশক আগে ক্লাবে এনেছিলাম। দেবাশিস আমার সঙ্গে অনেক লড়াইয়ের সাক্ষী। আই লিগ চ্যাম্পিয়ন হওয়া, আই-লিগ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করা, ক্লাবের ইতিহাসে প্রথমবার বিদেশি ফুটবলার খেলানো, সবেতেই আমরা একসঙ্গে লড়াই করেছি। আগামী দিনেও করব।