এক নজরে

আসন্ন নির্বাচনে কৃষি আইন বিরোধিতাকে অন্যতম রণকৌশল হিসেবে দেখছে তৃণমূল

By admin

January 28, 2021

কলকাতা ব্যুরো : কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশনে আজ আনা হবে সর্বদলীয় প্রস্তাব। বিধায়কদের হাজির থাকতে হুইপ জারি করেছে তৃণমূল। বিজেপি বাদে বাকি তিন দলই এই প্রস্তাব সমর্থন করবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিকে সমর্থন করলেও, বাম-কংগ্রেসের পাল্টা দাবি, ২০১৪ ও ২০১৭ সালে রাজ্য সরকার যে দু’টি কৃষি আইন এবং কৃষি আইনে সংশোধন এনেছিল, সেই দু’টিকেও বাতিল করতে হবে। এদিনের সর্বদলে এই নিয়ে তারা সরব হয় কিনা, সেটাও দেখার। পাশাপাশি, ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি-স্মরণ অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়েও নিন্দা প্রস্তাব আনা হতে পারে বিধানসভায়।

আসন্ন নির্বাচনে কৃষি আইন বিরোধিতাকে অন্যতম রণকৌশল হিসেবে দেখছে তৃণমূল। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একগুঁয়েমি ছেড়ে যত দ্রুত সম্ভব সব বিরোধী দলের সঙ্গে কথা বলা উচিত কেন্দ্রের। রাজনৈতিক মহলের মতে, সর্বদলীয় বৈঠক ডাকলে কৃষি আইন নিয়ে বিরোধী শিবির সরকারের বিরুদ্ধে আরও সুর চড়াতে পারবে। আবার বৈঠক না-ডাকলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের সুর আরও চড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বঙ্গ বিধানসভার ভোটের আগে মমতার কৌশলকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। প্রসঙ্গত, সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে প্রথামতো ৩০ জানুয়ারি সর্বদল বৈঠক হওয়ার কথাই ছিল।