এক নজরে

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষ তদন্তের দাবিতে ফের পথে তৃণমূল

By admin

August 13, 2022

কলকাতা ব্যুরো: ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতার প্রশ্নে শনিবারও রাজ্যজুড়ে পথে নামল তৃণমূল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষ তদন্তের দাবিতে এদিনও বোলপুরের শান্তিনিকেতনে মিছিল বেরোয় শাসকদলের। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের প্রতিবাদে ‘শনিবারের খোয়াই শিল্পী হাট’ বন্ধ রেখেছেন শিল্পীরা। দুপুর ১ টা নাগাদ সোনাঝুরি থেকে বোলপুরের চৌরাস্তা পর্যন্ত মিছিল করেন শিল্পীরা।

একই ছবি দেখা যায় ক্যানিংয়ে। এদিন সকালে ক্যানিং বাসস্ট্যান্ড থেকে ক্যানিং ১ ব্লক তৃণমূল ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল রাস্তায় নামে। নরেন্দ্র মোদি ও অমিত শাহ ইডি ও সিবিআইকে যে ভাবে ব্যবহার করছে তার প্রতিবাদে ছাগল নিয়ে বিক্ষোভ দেখানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুলও দাহ করা হয়।

বিক্ষোভের আঁচ পড়ে হাওড়াতেও। শিবপুরে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা মিছিল বের করেন। তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা একটি কুকুরকে সিবিআইয়ের প্রতীক সাজিয়ে এবং অমিত শাহের কুশপুতুল নিয়ে এদিনের মিছিলে হাঁটেন। এদিন তৃণমূলের আরেক প্রতিবাদ মিছিলে উপস্থিত হন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত ও সড়ক দফতরের মন্ত্রী পুলক রায়। মিছিলটি উলুবেড়িয়া পুরসভার সামনে থেকে শুরু হয়ে মহকুমাশাসকের দফতরের সামনে শেষ হয়।

বহরমপুরেও সিবিআই, ইডির দ্বিচারিতা নিয়ে সরব তৃণমূল ছাত্র পরিষদ। বহরমপুর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। একই ছবি দেখা যায় বর্ধমানের আউসগ্রামে। আউসগ্রাম দু নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যা বিক্ষোভ মিছিল থেকে বিজেপি কর্মীদের এক মিনিটে শায়েস্তা করার নিদান দেন। এমনকি ব্লকে ব্লকে হাজার হাজার অনুব্রত তৈরি আছে বলেও বিরোধীদের হুঁশিয়ারি দেন তিনি।

বীরভূমের তৃণমূল সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ এক প্রতিবাদ সভায় বলেন, আমরা অনুব্রত মণ্ডলের পাশে আছি। কর্মীদের আগামী এক মাসের জন্য প্রস্তুত থাকতে হবে। যখন যেখানে প্রয়োজন হবে, তখন সেখানেই আন্দোলনে নামতে হবে।

কোচবিহারের দিনহাটাতেও দেখা যায় প্রতিবাদের ছবি। কেন্দ্রীয় সরকারের সংস্থা সিবিআই এবং ইডি দ্বিচারিতার বিরুদ্ধে পথে নামে জেলা তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন কোচবিহার শহরের শহীদবাগ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাস মেলার মাঠে এই মিছিল শেষ হয়।