২১ এর ধর্মযুদ্ধ

সেয়ানে সেয়ানে তৃণমূল-বিজেপি, হামলা সংবাদমাধ্যমকে

By admin

April 01, 2021

কলকাতা ব্যুরো: কেশপুর, নন্দীগ্রাম এবং গোসাবায় তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ভোটে মুখ পরালো বাংলার। যদিও সব কটি ঘটনাই বুধবার রাত থেকে এদিন সকাল পর্যন্ত। বুথের থেকে বহু দূরে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজ্যের চার জেলার ৩০ টি বিধানসভায় মোটের উপর বেলা ১ টা পর্যন্ত ভোট পড়ল ৫৮%। যদিও এর মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে দক্ষিণ ২৪ পরগনার চার বিধানসভা এলাকায়। সেখানে বেলা একটা টা পর্যন্ত ভোট পড়েছে ৩৪ শতাংশ।

এদিন কোথাও বিজেপি প্রার্থী ভারতী ঘোষ আবার কোথাও তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর গাড়ি ভাঙচুর বা তাদের ওপর হামলার চেষ্টার অভিযোগ ছিল।যদিও এরই মধ্যে সবচেয়ে বড় গোলমাল হয় কেশপুর এলাকায়। সেখানে বিজেপি প্রার্থীর পিছন পিছন যাওয়া মিডিয়ার কনভয় এ হামলা চালায় একদল দুষ্কৃতী। যাদের তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী বলে চিহ্নিত করেছে স্থানীয়রা। জী ২৪ ঘন্টা, ইন্ডিয়া টিভি থেকে শুরু করে এবিপি আনন্দের গাড়ি ভাঙচুর, সাংবাদিকদের মারধর- কিছুই বাদ যায়নি সেখানে।

এরইমধ্যে বেশ কিছু জায়গায় তৃণমূলের এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। আবার কোথাও বিজেপিও একই অভিযোগ করেছে তৃণমূলের বিরুদ্ধে।বেলা একটা নাগাদ তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অস্থায়ী নন্দীগ্রামের ঠিকানা থেকে বের হন। বিভিন্ন বুথে গিয়ে তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন। অন্তত দশ টি বুথে তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূলের। তাদের বহু সমর্থককে ভোট দিতে বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছে তৃণমূল। কেশপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুপুর পর্যন্ত পুরুষ-মহিলা জনকে গ্রেপ্তার করেছে পুলিশএদিন দুপুর পর্যন্ত বাঁকুড়া ৫৭.৮৬ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৫৯ .৩৭ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৫৭.৭১ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩৬. ৪৩ শতাংশ ভোট পড়েছে। নন্দীগ্রামে বেলা দেড়টা পর্যন্ত ৫৬ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে খবর।