এক নজরে

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১৮ মৎস্যজীবী

By admin

August 19, 2022

কলকাতা ব্যুরো: মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবলো ট্রলার। এফবি সত্যনারায়ণ নামে ওই ট্রলারটি নামখানা থেকে বুধবার মাছ ধরার জন্য রওনা দেয়। মাছ ধরে ফেরার সময় খারাপ আবহাওয়ার মুখে পড়ে ট্রলারটি। ঝড়ের কারণে সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে ডুবে যায় সেটি। ট্রলারে ১৮ জন মৎস্যজীবী ছিলেন বলে খবর। এখনও তাঁদের কারও খোঁজ মেলেনি। ইতিমধ্যে জোর কদমে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী।

আলিপুর আবহাওয়া দফতর দুদিন আগেই সতর্কতা জারি করে জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। এর জন্য দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কয়েকটি জেলাকে সতর্ক থাকতেও বলা হয়। মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সতর্কবার্তা থাকা সত্ত্বেও ট্রলারটি মাছ ধরতে গেল কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।